রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংবিধান থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইকবাল

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, সংবিধান থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশের সব ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক আধুনিক, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে জাতীয় মূলনীতির আলোকে সংবিধান রচিত হয়। সংবিধান তৈরির ৩৪ জন সদস্যের মধ্যে এম আবদুর রহিম ছিলেন অন্যতম। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ একটি স্মার্ট ও টেকসই উন্নয়নের মডেল হবে। গতকাল জাতীয় সংবিধান দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। জেলা প্রশাসক শাকিল আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

বক্তৃতা করেন- উপসচিব মোরারজি দেশাই বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর