রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে বেশির ভাগ সড়কবাতি নষ্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বেশির ভাগ সড়কবাতি নষ্ট

সড়কবাতি নষ্ট থাকায় অন্ধকারে যান চলাচল

মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁও শহরের ছয় কিলোমিটার জুড়ে সড়ক বাতি স্থাপন করা হয়েছিল। সেই সড়কের অধিকাংশ সড়ক বাতি নষ্ট হয়ে গেছে। এতে সড়ক আবার অন্ধকার হয়ে পড়েছে। জানা যায়, ২০২০ সালে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ডিভাইডারে স্ট্রিট লাইট স্থাপন করা হয়। ঠাকুরগাঁও শহরের পুরনো বাসস্ট্যান্ড থেকে স্টেশন রোড পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের ডিভাইডারে তিন শতাধিক সড়ক বাতি লাগানো হয়। ওই বছরের ৪ নভেম্বর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় চত্বরের সামনে ওই সড়ক বাতি উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের ১২ দিনের মধ্যে বেশ কিছু সড়ক বাতি নষ্ট হয়ে যায়। সেগুলো সংস্কার করা হলেও পরে ধাপে ধাপে নষ্ট হতে থাকে সড়ক বাতিগুলো। পথচারী রাকিব, রাব্বি, সোহেল তানভিরসহ বেশ কয়েকজন বলেন, বেশ কিছুদিন ধরে দেখা যায় সড়ক বাতিগুলোর অধিকাংশই যেন নিভে আছে। কোথাও কোথাও একপাশে লাইট জ্বললেও অপরপাশে জ্বলছে না। কিছু কিছু বাতি কখনো জ্বলছে তো আবার নিভছে। ঠাকুরগাঁও সওজের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, বৃষ্টির কারণে এই সমস্যা বেড়ে গেছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর