শিরোনাম
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নবাব ফয়জুন্নেছা জমিদারবাড়ি জাদুঘর উন্মুক্ত হচ্ছে আজ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

নবাব ফয়জুন্নেছা জমিদারবাড়ি জাদুঘর উন্মুক্ত হচ্ছে আজ

কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেছা জমিদারবাড়ি জাদুঘর দর্শনার্থীর জন্য উন্মুক্ত হচ্ছে আজ। ভারতীয় উপমহাদেশের নারী আন্দোলনের অগ্রদূত নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এ বাড়ি।  দীর্ঘদিন অযতেœ-অবহেলায় পড়ে থাকার পর লাগানো হয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতরের সাইনবোর্ড। লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকায় ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে নবাব ফয়জুন্নেছার বাড়ির (নবাববাড়ি) অবস্থান। এর পাশেই রয়েছে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, নান্দনিক মসজিদ, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণ-কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা।  নবাববাড়ির নির্মাণ সাল নিয়ে মতান্তর রয়েছে। কথিত আছে, উপমহাদেশের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী বিয়ের ১৭ বছর পর জানতে পারেন তাঁর স্বামী হাছান আলী জমিদারের আরেক স্ত্রী রয়েছে। অসাধারণ ব্যক্তিত্ব, আত্মমর্যাদাসম্পন্ন, দৃঢ়চেতা নবাব ফয়জুন্নেছা এটি মানতে পারেননি। তিনি আলাদা থাকার জন্য সাড়ে ৩ একর জমির ওপর বিয়ের কাবিনের ১ লাখ ১ টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করেন। এটি নির্মাণ করতে প্রায় ৩ বছর সময় লাগে। বাড়ির পশ্চিম পাশে ১০ গম্বুজবিশিষ্ট অনিন্দ্য স্থাপত্যশৈলীর পারিবারিক মসজিদ রয়েছে। পাশেই রয়েছে পারিবারিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন নবাব ফয়জুন্নেছাসহ তাঁর বংশধররা। নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন বলেন, আশা করছি দেশের পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম একটি হবে এ বাড়িটি।

সর্বশেষ খবর