সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুমারপাড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জ উপজেলার কুমারপাড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বেশ কিছুদিন থেকে ওই পাড়ায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও তা সাধারণ জ¦র ভেবে তেমন কোনো চিকিৎসা করা হয়নি। স্বাস্থ্য বিভাগ বা বাইরের মানুষও বিষয়টি জানতে পারেনি। ইতোমধ্যে এর প্রকোপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় ও আক্রান্ত রোগীর স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১১০ জন। এরপর মধ্যে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন চারজন। বাকিরা বাড়ি থেকেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। কোচাশহর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সেই সঙ্গে ডেঙ্গু মশা নিধনে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে দুটি ফগার মেশিনে সম্ভাব্য স্থানগুলোতে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ওষুধ প্রয়োগ কার্যক্রম চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ জানান, এখানকার ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

সর্বশেষ খবর