মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাজার থেকে উধাও পিঁয়াজ আলু!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর বাজার থেকে রাতের আঁধারে পিঁয়াজ ও আলু উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার রাতে সরকার নির্ধারিত মূল্যে কয়েকটি পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়। শনিবার রাতে পৌর এলাকার সবজি মহালসহ কয়েক স্থানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যতালিকা টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। তালিকায় পিঁয়াজ ৬৫, আলু ৩৫ টাকা ও প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। এতেই বিপত্তি দেখা দেয় ব্যবসায়ীদের। পৌর সদর বাজারে শনিবার রাতেই পিঁয়াজ ও আলু লুকিয়ে ফেলেন ব্যবসায়ীরা। তাদের দাবি বেশি দামে কেনা পিঁয়াজ ও আলু প্রশাসনের নির্ধারণ করা দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে। ভোক্তারা এ দোকান থেকে ও দোকানে ছুটেও পিঁয়াজ ও আলু না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। হোসেনপুরের ইউএনও বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর