মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অসময়ে মাচায় তরমুজ আবাদ

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

অসময়ে মাচায় তরমুজ আবাদ

অসময়ে মাচায় তরমুজ আবাদ করে লাভের আশায় রয়েছেন ঠাকুরগাঁও পীরগঞ্জের চার কৃষক। ৭ একর জমিতে তরমুজ আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। তাদের খেতে কাজ করে অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতাও। উপজেলা কৃষি বিভাগ বলছে, পুষ্টির চাহিদা পূরণে অসময়ের এই তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা হলেন- পীরগঞ্জের সেনগাঁও ইউনিয়নের আবদুল জলিল, গোলাম রব্বানি, দুলাল ইসলাম ও রুবেল হোসেন। চলতি বছরের ১০ আগস্ট ১৫ লাখ টাকা খরচ করে ৭ একর জমিতে অফ সিজনে মাচায় মালচিং পদ্ধতিতে শুরু করেন তরমুজের আবাদ। জমিতে বীজ লাগানোর ৫০ দিনের মাথায় ফলন আসতে শুরু হয়। বর্তমানে মাচায় মাচায় ঝুলছে সবুজ রঙের তরমুজ। তাদের এ বাগানে প্রতিদিন কাজ করেন ২৫-৩০ শ্রমিক। যাদের দৈনিক পারিশ্রমিক দেওয়া হয় ৪০০ টাকা করে। এ জমি থেকে এবার ৫০-৫৫ মণ তরমুজের ফলন আশা করছেন কৃষক। সেই সঙ্গে বাজারদর ভালো থাকলে ২২-২৫ লাখ টাকা লাভবান হবেন আশা করেন ওই চার কৃষক। খেতে কাজ করা শ্রমিক জয়নাল, ফারুকসহ কয়েকজন বলেন, দৈনিক তাদের হাজিরা দেওয়া হয় ৪০০ টাকা করে। পীরগঞ্জ উপজেলা কৃষি অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেলাল বাবু বলেন, পুষ্টির চাহিদা পূরণে অসময়ের তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর