মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাঁওতাল হত্যার বিচার দাবি আদিবাসী-বাঙালির

গাইবান্ধা প্রতিনিধি

আদিবাসী-বাঙালি ও মানবাধিকার সংগঠনের নেতারা বলেছেন, সাত বছরেও গাইবান্ধার তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি। ‘২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার পর থেকে নির্যাতনের শিকার সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছে। তারা গৃহহীন হয়ে পড়েছে। চিকিৎসার অভাবে কেউ পঙ্গু, কেউ শরীরে গুলির স্পিøন্টার বয়ে বেড়াচ্ছে। ওই ঘটনার পর সরকারের পক্ষ থেকে নানা আশ্বাসের বাণী শোনালেও কোনোটি বাস্তবায়ন হয়নি।’ গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় গতকাল ‘সাঁওতাল হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশে বক্তারা এ কথা বলেন। এ সময় গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যা, সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমিতে তোলা বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগের বিচার দাবি জানানো হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও জন-উদ্যোগ গাইবান্ধা এসব কর্মসূচি পালন করে।

সর্বশেষ খবর