মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধান শিক্ষককে পেটালেন চাকরিপ্রত্যাশীরা

গোপনে নিয়োগ পরীক্ষা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের সদর উপজেলায় গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের এক প্রধান শিক্ষককে মারধর করেছেন চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকরা। রবিবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ওই এলাকার ৪/৫ যুবককে চাকরি দেওয়ার কথা বলে ২৫ থেকে ৩০ লাখ টাকা নেন। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও তিনি চাকরি না দিয়ে টালবাহানা শুরু করেন। পরে গোপনে বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারী, হিসাব রক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর পাঁচটি পদের বিপরীতে ৪০ প্রার্থী আবেদন করেন। রবিবার রাতে এসব পদে গোপনে অন্য পাঁচজনকে নিয়োগ দেওয়ার খবর পান আবেদনকারীরা। পরে চাকরিপ্রত্যাশারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের (৪৫) কাছে তাদের থেকে নেওয়া টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকরা ওই প্রধান শিক্ষককে মারধর করেন। পরে বিক্ষুব্ধরা বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাকরিপ্রত্যাশী নুর ইসলাম বলেন, ‘আমার চাকরির জন্য পাঁচ বছর আগে প্রধান শিক্ষক মোশারফ স্যারকে ৫ লাখ টাকা দিয়েছি। পরে জানলাম বিদ্যালয় কর্তৃপক্ষ গোপনে নিয়োগ প্রক্রিয়া শেষ করেছেন।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, ‘এলাকার একদল সন্ত্রাসী পথরোধ করে আমাকে লাঞ্ছিতসহ বেদম মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে ভর্তি হই।’ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, বিদ্যালয়ের ক্লাস চলায় নিয়োগ পরীক্ষাটি রাতে নেওয়ার কথা ছিল। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর