বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাহাড়ে শীতের আমেজ

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে শীতের আমেজ

পাহাড়ে অনুভূত হচ্ছে শীত। নীল আকাশের সাদা মেঘও এখন কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে। সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু। পাহাড় ও প্রকৃতি সেজেছে আপন রূপে। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক রায়হানা রোশনি বলেন, রাঙামাটির এখনকার রূপ সত্যি পাগল করার মতো। এত সুন্দর প্রকৃতির দেখা মিলে না কোথাও। সংশ্লিষ্ট সূত্র জানায়, সবে শেষ হয়েছে শরৎ। চলছে হেমন্ত। এরপর শীত। প্রায় দুই মাস আগেই হিম হিম অনুভূত হচ্ছে পাহাড়জুড়ে। পর্যটকরাও আকৃষ্ট হচ্ছেন। পর্যটক বরণ করতে প্রস্তুÍত রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টরাও। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপন আলোক বিকাশ চাকমা বলেন, দীর্ঘদিন কাপ্তাই হ্রদের ডুবে থাকা ঝুলন্ত সেতু আবার দৃশ্যমান হয়েছে। এরই মধ্যে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেতুটি। এবার মৌসুমের একটু আগেই শীত অনুভূত হচ্ছে পাহাড়ে। প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। তাই পর্যটকের আগ্রহ বেড়েছে। চলছে বুকিং। শুক্র ও শনিবার সব কটেজ বুকিং রয়েছে। রাঙামাটি পর্যটন ঘাটের ট্যুরিস্ট বোটমালিক সমিতির ম্যানেজার রমজান আলী বলেন, সঠিক সময়ে ভেসে উঠেছে ঝুলন্ত সেতু। পর্যটকও আসতে শুরু করেছেন। কাপ্তাই হ্রদ এখন আরও সুন্দর। প্রকৃতি আর ঝর্ণা সব মিলে অসাধারণ সুন্দর। ট্যুরিস্ট বোটগুলো প্রস্তুত রাখা হয়েছে। রাঙামাটিতে রয়েছে পর্যটক আকর্ষণ করার মতো বিভিন্ন স্পট।

এর মধ্যে অন্যতম কাপ্তাই-আসামবস্তি সড়ক, ফুরামন পাহাড়, কাপ্তাই হ্রদ। ডিসি বাংলো পার্ক। শুভলং ও ঘাগড়া ঝর্ণা। পলওয়ে পার্ক, রাঙামাটি পার্ক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর