বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়ক দেবে চলাচল ব্যাহত

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

সড়ক দেবে চলাচল ব্যাহত

ফরিদপুরের নগরকান্দা-মুকসেদপুর সড়কের লস্করদিয়া ইউনিয়নের শশা এলাকায় সড়কের বিশাল অংশ দেবে গেছে। দীর্ঘদিন এমন অবস্থা থাকলেও সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে একদিকে সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে অন্যদিকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যে কোনো সময় দেবে যাওয়া অংশ ধসে পাশের খালে পড়তে পারে। তখন বন্ধ হয়ে যাবে ফরিদপুরের সঙ্গে নগরকান্দা হয়ে মুকসেদপুরের সড়ক যোগাযোগ। এলাকাবাসী ও সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালকরা জানান, চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে শশা এলাকায় বড় সেতুর কাছে সড়কের কিছু অংশ দেবে যায়। ধীরে ধীরে দেবে যাওয়া অংশের আকার বাড়তে থাকে। বর্তমানে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এ অংশে যান চলাচল কষ্টকর হয়ে পড়েছে। বাস-ট্রাকসহ বড় যানবাহন ঝুঁকি নিয়ে চলছে। স্থানীয়দের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে এ স্থানটি বেহাল অবস্থায় থাকলেও সড়ক বিভাগ নির্বিকার। এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া জানান, ভারী যানবাহন চলাচল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ভ্যানচালক এস্কেন্দার জানান, ভ্যানে মানুষ নিয়ে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যেতে হয়। দেবে যাওয়া অংশে এলেই সবাইকে ভ্যান থেকে নেমে যেতে বলি। যদি ভ্যান উল্টে যায় তাহলে অনেক ক্ষতি হবে। মোটরসাইকেল চালক জাকির হোসেন জানান, রাতে স্থানটি মরণফাঁদে পরিণত হয়। যারা সড়কের অবস্থা জানেন তারা গাড়ির গতি কমিয়ে দেন। যারা জানেন না তারাই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন ও অর্থ পেলে কাজ শুরু করা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর