বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাশকতা মামলায় নাম স্বেচ্ছাসেবক লীগ নেতার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের করা নাশকতা মামলার একটিতে আসামির তালিকায় রয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। সংগঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। মামলার বাদী পুলিশ কর্মকর্তা বলেছেন, আমি শুধু এজাহারে সই করেছি। কার কার নাম আছে তা ওসি জানেন। ৬ নভেম্বর রাতে কুষ্টিয়া মডেল থানায় নাশকতার ওই মামলা দায়ের করেন সদরের আলামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম।

এতে আসামি আশরাফুলের সঙ্গে ১৪ নম্বর আসামি করা হয়েছে তার ভাই আরিফুল ইসলামকে। আরিফুল বলেন, ভাই বিএনপির কর্মী হলেও তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে ঢাকায় থাকে। আমি থাকি  গ্রামের বাড়ি স্বস্তিপুর।

আরিফুল সদর উপজেলার আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কোষাধ্যক্ষ। তিনি বলেন, দলীয় গ্রুপিংয়ের কারণে স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসিকে ম্যানেজ করে নাশকতার মামলায় আমার নাম জড়ানো হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, বিষয়টি আমি দেখছি।               বিনা অপরাধে কেউ ভোগান্তির শিকার হবে                এটা কারও কাম্য নয়। আমরা দ্রুত ব্যবস্থা             গ্রহণ করব।

সর্বশেষ খবর