বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন মাস বেতন পান না ২১ স্বাস্থ্যকর্মী

পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় ২১ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তিন মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উপজেলার ষাটগাছা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন বলেন, প্রায় সাড়ে তিন মাস বেতনহীন রয়েছি। মা-বাবা, স্ত্রী-সন্তান রয়েছে। স্বাস্থ্যকর্মী মোবারক সরকার নাহিদ জানান, স্বল্প বেতনে কাজ করেও মাস শেষে বেতন পাচ্ছি না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বারবার কথা বলেও লাভ হয়নি। একদন্ত ইউনিয়নের গোপালপুর কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, পুরুষের পাশাপাশি মহিলা, শিশুদের চিকিৎসাসেবা দিচ্ছেন তারা। সেবা নিতে আসা গোপালপুর গ্রামের নাছিমা খাতুন বলেন, ক্লিনিকে এসে আমরা কখনোই চিকিৎসা না পেয়ে ফিরে গেছি এরকম হয়নি। সবাই আন্তরিক। তাদের বেতন বন্ধ রয়েছে শুনে খারাপ লাগল। জানা যায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও সিবিএইচসির অর্থ বরাদ্দ না থাকায় সাময়িক বেতন বন্ধ রয়েছে। এ বিষয়ে আটঘরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ আল-আজিজ জানান, সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলো একটি প্রকল্পের অধীনে চলছে। ওই প্রকল্পই কমিউনিটি ক্লিনিকের বেতন ছাড় দেয়। তবে জুলাই মাস থেকে অর্থ ছাড় না হওয়ায় আপাতত বেতন আটকে আছে।

 

সর্বশেষ খবর