বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সন্তানের লাশ পেতে বৃদ্ধা মায়ের অপেক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হত্যার পর প্রায় আড়াই মাস পার হতে চলেছে। হত্যার শিকার বাবলু হকের লাশ এত দিনেও ফেরত পায়নি পরিবার। সন্তানের লাশ পেতে অপেক্ষা করছেন সত্তরোর্ধ্ব মা সাজেনুর বেগম (৭৩)। বয়সের ভারে ন্যুব্জ তার শরীর। তবু প্রতিদিন পথ চেয়ে তিনি বসে থাকেন। জানা গেছে, ২৩ আগস্ট শিবগঞ্জ উপজেলার বাবুপুরে গ্রামের সাজেনুর বেগমের মানসিক প্রতিবন্ধী সন্তান বাবলু হককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়। এরপর লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এলাকাবাসী জানায়, শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে দুই বছরে হত্যার শিকার তিন বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ। এদের মধ্যে একজন বাবুপুরের বাবলু হক। এ ছাড়া আজমতপুরের ইব্রাহিমকে ২০২১ সালের ২২ ডিসেম্বর আজমতপুর সীমান্তে ও দুর্লভপুরের শামীম রেজাকে ২০২২ সালের ১৯ ডিসেম্বর জহুরপুর সীমান্তে হত্যা করা হয়। ইব্রাহিমের মা জানান, প্রায় ২২ মাস তারা অপেক্ষায় আছেন ছেলের লাশ পাওয়ার জন্য। কেউ তাদের সহযোগিতা করছে না। ছেলের লাশ কোথায় কীভাবে আছে তাও জানেন না তারা। ইব্রাহিম আলীর পাঁচ বছরের যমজ সন্তান রয়েছে। বাবলু হকের ভাই সিরাজুল ইসলাম বলেন, যে কোনো উপায়ে ভাইয়ের লাশ চাই। আমরা তাকে শেষবারের মতো দেখতে ও দাফন-কাফন করতে চাই। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, সীমান্তে হত্যার শিকার মানুষের লাশ ফেরত পাওয়া উচিত। বিজিবির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আইনগত সব সহযোগিতা করা হবে। রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাবলু হকের লাশ ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাকি দুজনের ব্যাপারে কোনো তথ্য নেই বিজিবির কাছে।

সর্বশেষ খবর