বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবার ইলিশ ধরা শুরু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। এতে জেলেদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে তেমনি বাড়ছে সরকারের রাজস্ব আদায়। নিষেধাজ্ঞা শেষে পাঁচ দিনে ২ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা রাজস্ব আদায় হয়েছে। পাথরঘাটা বিএফডিসির বিপণন কর্মকর্তা বিপ্লব সরকার জানান, পাঁচ দিনে ২ লাখ ৮২ হাজার ৪৩০ টাকা রাজস্ব আয় হয়েছে।

পাথরঘাটার বাদুরতলা গ্রামের জাহাঙ্গীর মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে মাছ ধরা শুরু করলেও অন্যান্য মাছের তুলনায় এখনো কাক্সিক্ষত ইলিশ ধরতে পারিনি। তবে যা পেয়েছি তাতে মোটামুটি দাম পেয়েছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর