বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাদক পাচারের ঘটনায় পুলিশের এএসআইসহ দুজন বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাদক পাচারের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে থানা পুলিশের এক এএসআইসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ময়মনসিংহ রেলওয়ে থানার কনস্টেবল সোহেল রানা (২৬) ও আখাউড়া রেলওয়ে থানায় কর্মরত এএসআই তারেক আলী। অভিযুক্ত দুই পুলিশ সদস্য আন্তনগর ট্রেনে করে আখাউড়া থেকে ময়মনসিংহে গাঁজা পাচার করতেন বলে জানা গেছে। মামলা ও একাধিক সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বিজয় এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করছিলেন ভৈরব রেলওয়ে থানার এসআই নাজিউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ। ট্রেনটি বাজিতপুর স্টেশন অতিক্রমের সময় সোহেল রানার হাতে থাকা ব্যাগ থেকে তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন এসআই নাজিউর রহমান। মঙ্গলবার সোহেলকে জেলহাজতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে সোহেল জানান, আখাউড়া রেলওয়ে থানায় কর্মরত তারেক আলী তাকে গাজার ব্যাগটি দেন।

সর্বশেষ খবর