বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্মার্ট দেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের আরও বেশি কর্মদক্ষতায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তৃতা করছিলেন তিনি। শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মতিউর রহমান, মিনারুল ইসলাম খান, আবদুল আউয়াল প্রমুখ। এছাড়া ইকবালুর রহিম বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সর্বশেষ খবর