বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চা দোকানির টাকায় রাস্তা সংস্কার

নাটোর প্রতিনিধি

চা দোকানির টাকায় রাস্তা সংস্কার

নাটোরের লালপুর বাজারের প্রধান রাস্তা সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে থাকে। এ কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছেন বাদশা আলী (৩৫) নামে এক চা বিক্রেতা। তিনি নিজের টাকায় রাস্তার ওই অংশ সংস্কার শুরু করেছেন। সরেজমিনে দেখা যায়, ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে রাস্তাটি। তবে ওই কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় এক যুগ ধরে সেখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। এর সমাধানে কেউ এগিয়ে আসেনি। ব্যবসায়ী সুজন বলেন, রাস্তাটি সংস্কারে একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

সর্বশেষ খবর