বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীর মৃত্যু, তিন পুলিশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের নির্যাতনে পোল্ট্রি ব্যবসায়ী নুরুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠলেও পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার ও মিথিলা বলছেন, তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন সোনারাগাঁ তালতলা ফাঁড়ির এএসআই ইলিয়াস আহমেদ, কনস্টেবল আবুল কালাম ও রুকনুজ্জামান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অভিযোগ ওঠায় প্রত্যাহার করা হয়েছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নুরুল ইসলাম একজন মাদক কারবারি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার তাকে দাফন করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় তার মেয়ে জামাই জাহিদুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। প্রসঙ্গত, সোমবার সোনারগাঁয়ের বুরুমদী গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যার অভিযোগ উঠে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই পুলিশ সদস্যরা তার বাড়িতে অভিযানে যায়।

সর্বশেষ খবর