শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝিনাইদহে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ

হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা

ঝিনাইদহে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৭৪ রোগী ভর্তি রয়েছে। ৪০ শয্যার বিপরীতে রোগী কয়েক গুণ বেশি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালে বেড সংকটে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এ অবস্থায় আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে শিশুদের শীতজনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম বলেন, কখনো ঠান্ডা আবার কখনো গরম। এতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এটি একটি ভাইরাসজনিত রোগ। সদর হাসপাতালে বুধবার ৫৩ জন ও গতকাল ১৭৪ রোগী ভর্তি হয়েছে। এ রকম বিপুল সংখ্যক শিশু রোগীর সেবায় রয়েছেন দুজন নার্স ও একজন ডাক্তার। এত সংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

সর্বশেষ খবর