শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুজনের মৃত্যুর পর বশে আনা গেল পাগলা হাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বুধবার হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় মুফাসসির নামে এক শিশু। দুপুরে রাজশাহীর তানোরে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান রামাপদ মুন্ডা নামে এক ব্যক্তি। এরপর ঢাকা থেকে আসেন উদ্ধারকারী দল। তারা এটি ধরার চেষ্টা চালান। গতকাল বেলা সোয়া ১১টার দিকে হাতিটি তানোরের বৈধ্যপুর কবরস্থানে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে চেতনানাশক দিয়ে হাতিটি অচেতন করা হয়। এর ২০ মিনিট পর হাতিটি শিকল ছিঁড়ে ছুটে যায়। ২টার দিকে আবারও চেতনানাশক দিয়ে হাতিটি বশে নেয় রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। তানোর ইউএনও বিল্লাল হোসেন বলেন, দ্বিতীয় দফা চেষ্টায় হাতিটিকে বশে আনা গেছে। এখন বাধাইড় ইউনিয়নের বৈধ্যপুর কবরস্থানে বেঁধে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া, ধামধুম, ঝিনারপাড়া, ঝিনাইখোর, শিবরামপুর, ছাইদাড়া, তালুকদারপাড়া, খাগড়া কান্দর, ঘোলকন্দর ও বাধাইড় গ্রামের মানুষ বুধবার থেকে হাতি আতঙ্কে দিন কাটিয়েছেন। জুমারপাড়া গ্রামের সাগর মুন্ডা বলেন, তাদের গ্রামের মানুষের ফসলের অনেক ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর