শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আগাম আলুতে স্বপ্ন বুনছেন কৃষক

নীলফামারী প্রতিনিধি

আগাম আলুতে স্বপ্ন বুনছেন কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষক স্বল্পমেয়াদি সেভেন জাতের আগাম আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন। তারা মাঠে মাঠে আলুর খেত পরিচর্যা করছেন। সেচ, নিড়ানি, কীটনাশক ছিটানোসহ টপড্রেসিংয়ে ব্যস্ত অনেকে। এ এলাকায় মাঠে এখন গাঢ় সবুজের সমারোহ। অনুকূল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন হবে এমন আশা কৃষকের। কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম বলেন, এবার ৩০ বিঘা জমিতে আশ্বিনের শুরুতে আলু আবাদ করেছি। প্রতিবার আগাম আলু চাষ করে অধিক লাভ হয়। তবে এবার দুই দফা আশ্বিনা বন্যার ক্ষত, রাসায়নিক সার, কীটনাশক, জ্বালানি তেল, শ্রমিকের মজুরিসহ চাষের খরচ বৃদ্ধি পেয়েছে। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর