রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৬

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী নিহত হন। গতকাল সকালে মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেছন থেকে একটি ট্রাক অন্য ট্রাককে ধাক্কা দিলে সামনের গাড়িটির চালকের সহকারী গাড়ির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।

কুড়িগ্রাম : নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিউল বাইসাইকেলের আরোহী ছিল। শুক্রবার সন্ধ্যায় নাগেশ্বরী পৌর এলাকার নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামে।

লালমনিরহাট : কালীগঞ্জে অটোরিকশার ধাক্কায় রিয়াদ হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চলবলা ইউনিয়নের পোয়াবাড়ি ঈদগাহ্ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সিংড়া-কলাবাড়ী গো-হাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলমগীরের (৪৮) বাড়ি পাবর্তীপুরের মধ্যপাড়া গ্রামে।

নোয়াখালী : সদর উপজেলার ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মাজাহারুল হক (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে শুক্রবার রাতে বাসচাপায় কিতাব আলী নামে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বিতাব আলীর বাড়ি কালিয়াকৈর উপজেলার আমগাছিচালা এলাকায়।

 

সর্বশেষ খবর