রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা

বগুড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর মধ্যপাড়া যুবসমাজ শুক্রবার সন্ধ্যায় এ খেলার আয়োজন করে। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।

এলাকাবাসী জানান, হাডুডু জাতীয় খেলা। তবে নিয়মিত এর আয়োজন না হওয়ায় ঐতিহ্য হারাতে বসেছে খেলাটি। দু-এক জায়গায় এর আয়োজন হলে ঢল নামে মানুষের। বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন এলাকার হাজার হাজার নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। হই-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু-কিশোররা।

হাডুডু খেলা দেখতে আসা বৃদ্ধ আবুল মণ্ডল জানান, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো। এখন আর এ খেলা তেমন দেখা যায় না। আমরা চাই এমন খেলার আয়োজন আগামীতেও হোক। খেলায় নিজগ্রাম একাদশ ১২ পয়েন্ট সংগ্রহ করে কদমতলী একাদশকে পরাজিত করে।

সর্বশেষ খবর