রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চুরির অপবাদে মারধর ৯৯৯ এ কলে উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে চুরির অপবাদে মারধরের শিকার কিশোর নিশাদ হোসেনকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব দিঘলী গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। সোহেল হোসেন, হাবিব ও হোসেন নামে তিন যুবকের বিরুদ্ধে নিশাদকে মারধরের অভিযোগ করা হয়। নিশাদ পশ্চিম দিঘলী গ্রামের হোসেন আহমেদের ছেলে। জানা যায়, শুক্রবার সকালে নিশাদ দিঘলী পশ্চিম বাজারে নাস্তা শেষে একটি বস্তা নিয়ে মানুষের সুপারি পাড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর সোহেল তাকে ডেকে নেয়। বাড়ি থেকে বের করে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে সোহেল তাকে চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে কাঠ দিয়ে পেটায়। পরে হাবিব ও হোসেন নামে আরও দুজন এসে তাকে মারধর করে। বিকালে আবার নিশাদকে ধরে এনে এলোপাতাড়ি মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে তার জেঠাতো ভাই আলাউদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হাবিবের মোবাইল ফোনে কল দিলে পরে কথা বলবেন বলে কল কেটে দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। চন্দ্রগঞ্জ থানার এসআই শাহীদ হোসাইন বলেন, ৯৯৯ এ কল পেয়ে নিশাদকে উদ্ধার করি। থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর