রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

৪০ দিন জামাতে নামাজ পড়ে ৩৩ কিশোর পেল বাইসাইকেল

টাঙ্গাইল প্রতিনিধি

শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে বাইসাইকেল পুরষ্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম। ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরষ্কার জিতে নিয়েছে টাঙ্গাইল পৌর শহরের আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ এলাকার ৩৩ জন কিশোর। শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসমাইল হোসাইনের উদ্যোগে শুক্রবার কিশোরদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। নামাজে অংশ নেওয়া রুলীন রাহাত, শিমরোজ হাসান শিহাদ, সাবিদ হোসেনসহ অনেকে জানায়, শুধু পুরষ্কারের জন্য নয়, মহান আল্লাহকে সন্তষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। পুরষ্কার ঘোষণা দেওয়ায় নামাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। আমরা ধারাবাহিকভাবে নামাজ আদায় করব।

সর্বশেষ খবর