রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সখীপুরে মাছ ধরার উৎসব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে মাছ ধরার উৎসব

টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে মাছ ধরার উৎসব হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের শৌখিন মৎস্য শিকারি গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ উৎসবে অংশ নেয়। স্থানীয়রা জানায়, প্রতিবছরের মতো এ বছরও শাইল-সিন্দুর খালে পানি কমতে শুরু হওয়ায় পলো, চাক জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত হয় মৎস শিকারীরা। তারা বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের মাছ ধরে। সরজমিনে দেখা যায়, পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল দিয়েও মাছ ধরেন অনেকে। মৎস্য শিকারী সমিতির সভাপতি আবেদ আলী মন্তব্য করেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন জানান, এলাকাবাসী এটি উৎসব হিসেবে নিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর