সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উপকূল দিবস ঘোষণার দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। এতে প্রাণ হারান ১০ লক্ষাধিক মানুষ। ভেসে যায় গবাদি পশু, হাঁস-মুরগি। ক্ষতিগ্রস্ত হয় মাঠের ফসল। পুরো উপকূল পরিণত হয় বিরাণভূমিতে। লাশের গন্ধ আর স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। ভয়াল এ দিনের কথা স্মরণ হলে আজও আঁতকে ওঠে উপকূলবাসী।

দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। আমরা কলাপাড়াবাসী নামের স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার রাতে এ আয়োজন করে। এ সময় কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর