সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুপিয়ে হত্যা নববধূকে

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বাবার বাড়িতে ঝর্ণা আক্তার (১৭) নামে এক নববধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের চা দোকানদার আবদুল জলিলের ঘরে ঢুকে শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তার মেয়ে ঝর্ণাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ঝর্ণার বাবা নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেছেন।  জলিল জানান, বাড়ির পাশে তিনি চায়ের দোকান করেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাশের ঘরের জয়নাল আবেদীনের স্ত্রী তার ঘরে মারামারির শব্দ শুনে দোকানে গিয়ে তাকে খবর দেন। তিনি এসে খাটের নিচে তার মেয়ের রক্তাক্ত লাশ দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঝর্ণাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝর্ণা খুনের ঘটনায় শনিবার গভীর রাতে সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর হত্যায় জড়িত থাকায় ঝর্ণার ভাবি ফুলনাহার আক্তার কলিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর