সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাটা গাছ ধরে কাঁদছেন কৃষক কিষানি

কুমিল্লা প্রতিনিধি

কাটা গাছ ধরে কাঁদছেন কৃষক কিষানি

কুমিল্লা চান্দিনা উপজেলার ডুমুরিয়া এলাকায় এক কৃষকের ৪৮ শতাংশ জমির শসা খেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, ধারণা করা হচ্ছে। কাটা শসা গাছ জড়িয়ে কাঁদছেন কৃষাণ-কিষানি। ক্ষতিগ্রস্ত কৃষক তাপস সরকার গতকাল চান্দিনা থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষক বলেন, গরু বিক্রির টাকাসহ সব মিলিয়ে দেড় লাখ টাকা খরচ করে তিনি শসা চাষ করেন। স্ত্রী এবং কলেজ পড়ুয়া ছেলেকে নিয়ে দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেন। গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা জমি পরিচর্যা করে বাড়িতে যান। পর দিন ভোর ৬টায় জমিতে গিয়ে দেখেন কে বা কারা সব গাছ তুলে ফেলেছে। কথাগুলো বলতে গিয়ে কৃষক ও তার স্ত্রী কেঁদে ফেলেন।

সূত্র জানায়, জমিটির গাছগুলোয় ফুল ও শসা এসেছিল। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ। উপসহকারী কৃষি কর্মকর্তা কিরণ রানী বলেন, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তিনি পাবেন। চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর