সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উপকূল সুরক্ষার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

১২ নভেম্বরকে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূলের জানমাল সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। ঝাঁপালীর খোলপেটুয়া নদীর পাড়ে গতকাল ৭০-এর সাইক্লোনে নিহতদের স্মরণে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। সমাবেশে উপকূল সুরক্ষায় যুব ও স্থানীয় জনগোষ্ঠীর ১০ দফা দাবি পেশ করা হয়।

 

সর্বশেষ খবর