মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নদী দখলের প্রতিবাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে নদী দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। উপজেলার কাইকুরদিয়ায় নরসুন্দা নদীর তীরে গতকাল এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। বক্তব্য দেন কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, অ্যাড. মীর আবদুস সাত্তার প্রমুখ। করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সাথী ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

সর্বশেষ খবর