মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্ত্রী হত্যায় যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্ত্রী লিমা খাতুনকে হত্যার দায়ে মো. সবুজ (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির গতকাল এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সবুজ উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামের বকুলের মেয়ে লিমাকে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে শ্বাসরোধে হত্যা করেন সবুজ।

 

সর্বশেষ খবর