মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের দুই দিন পর বায়েজিদ হোসেন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল হরিনাচালা এলাকার মজিবুর রহমান খানের বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ির ছাদের ওপর ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বায়েজিদ কুষ্টিয়ার খালেদ মাহমুদের ছেলে। কোনাবাড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে কালিয়াকৈর উপজেলার রশিদপুর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোয়াজ্জেম হোসেনের (৬০) রহস্যজনক মৃত্যু হয়েছে। সকালে ছেলের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ছেলে বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর