বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেরিনড্রাইভে ছাদখোলা ট্যুরিস্ট বাস

কক্সবাজার প্রতিনিধি

মেরিনড্রাইভে ছাদখোলা ট্যুরিস্ট বাস

মেরিনড্রাইভে পর্যটক চলাচলের জন্য রাখা বাস -বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এ বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন ছাদখোলা দ্বিতল টুরিস্ট বাস। সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকদের জন্য এটি চালু করা হবে। আগামীতে আরও তিনটি বাস সংযোজন করা হবে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, প্রাথমিকভাবে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিসটি চালু করা হচ্ছে। ছাদখোলা দুটি বাস নিয়মিত মেরিনড্রাইভ সড়কে চালু থাকবে। সোমবার বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভ সড়কে পরীক্ষামূলক চলাচল করেছে। ছাদখোলা দ্বিতল বাসের একটিতে ৫৯ ও অন্যটিতে ৭৫টি আসন রয়েছে। এ ট্যুরিস্ট বাস লাবনী পয়েন্টের বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সকাল ৮টা থেকে দুই ঘণ্টা পরপর মেরিনড্রাইভ দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত যাবে। এ বাস লাবনী থেকে শুরু করে দরিয়ানগর, সালসা বিচ, রেজুখাল, ইনানী বিচ ও পাটুয়ারটেক বিচসহ পাঁচটি পয়েন্টে দাঁড়াবে। দিনে চারবার লাবনী থেকে পাটুয়ারটেক পর্যন্ত এ ট্যুরিস্ট বাস চলাচল করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর সঙ্গে দ্বীতল বিশিষ্ট ছাদখোলা টুরিস্ট বাস দুটি চুক্তিভিত্তিক নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে। দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এ বাস মেরিনড্রাইভের পাটুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এরই মধ্যে দীর্ঘ মেরিনড্রাইভ সড়কে পর্যটন স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে। এর ভাড়া সবার সাধ্যের মধ্যেই থাকবে।

সর্বশেষ খবর