বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উদ্বোধনের অপেক্ষায় নষ্ট হচ্ছে শিশুপার্কের যন্ত্রাংশ

নেত্রকোনা প্রতিনিধি

উদ্বোধনের অপেক্ষায় নষ্ট হচ্ছে শিশুপার্কের যন্ত্রাংশ

নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্ক -বাংলাদেশ প্রতিদিন

বিনোদনপ্রেমী ছাড়াই পড়ে আছে নেত্রকোনার মোহনগঞ্জে নবনির্মিত দৃষ্টিনন্দন শিশুপার্ক। দীর্ঘদিনেও উদ্বোধন না হওয়ায় ঝর-বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে দামিদামি সব রাইড। পার্কটি খুলে দিলে শিশুদের মানসিক বিকাশে যেমন ভূমিকা রাখবে, তেমনি উপজেলার ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। দ্রুত এটি উদ্বোধন হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

সরেজমিন দেখা যায়, শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের জন্য ২০১৮ সালে মোহনগঞ্জ পৌর শিশুপার্ক করার উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ২ নভেম্বর ভার্চুয়ালি পার্কটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারের সহযোগিতায় মোহনগঞ্জ পৌরসভার বাস্তবায়নে নওহাল গ্রামের ৫ দশমিক ২৩ একর জমি অধিগ্রহণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথমপর্যায়ে ৩ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট, সীমানা দেয়াল ও গ্রিল নির্মাণ করে। একই প্রতিষ্ঠান দ্বিতীয় পর্যায়ে আরও ৫ কোটি টাকা ব্যয়ে পার্কের মূল ফটকে দৃষ্টিনন্দন গেট, সুইমিং পুল, ছাতা, বসার স্থানসহ উন্নয়নমূলক কাজ বাস্তায়ন করছে। পার্কটিতে নাগরদোলা ও একটি নাইন ডি রুমসহ শিশুদের ২০টি সাধারণ এবং দুটি ইলেকট্রনিক্স রাইড রয়েছে। এরই মধ্যে মেঝের ফাটলসের রং উঠে গেছে। নষ্ট হচ্ছে বিভিন্ন রাইডের যন্ত্রাংশ। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ছয় মাস আগে প্রায় ৪৫ লাখ টাকায় পার্কটি লিজ দিয়ে আবার বাতিল করেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে মোহনগঞ্জ পৌর সভার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোহনগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আহমেদ আকুঞ্জি জানালেন, পার্কের কার্য শতভাগ সম্পন্ন হয়েছে। শিগগিরই উদ্বোধনের মাধ্যমে এটি উন্মুক্ত করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর