বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দ্বারে দ্বারে ঘুরেও হচ্ছে না জন্ম তারিখ সংশোধন

লালমনিরহাট প্রতিনিধি

৭৩ বছরের বৃদ্ধ কৃষক আমিনুর রহমানের জাতীয় পরিচয়পত্রে বয়স ৩৬ বছর। জন্ম তারিখ সংশোধনে তিন বছর ধরে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে ঘুরলেও সুফল পাননি তিনি। ভুক্তভোগী আমিনুর রহমানের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে।

আমিনুর রহমানের প্রকৃত জন্ম তারিখ ২৮ মার্চ ১৯৫০ সাল। তবে জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ২৮ মার্চ ১৯৮৭ সাল। সে অনুযায়ী তার বয়স মাত্র ৩৬ বছর। জন্ম তারিখ ভুলের কারণে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। জমি ক্রয়-বিক্রয়ও করতে পারছেন না তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম তারিখ সংশোধনের জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করেন। ভুক্তভোগী আমিনুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের জন্য হাতীবান্ধা, লালমনিরহাট শহর ঘুরেছি। কিন্তু সংশোধন করতে পারিনি। ভোটার আইডি কার্ডের জন্য জমি কিনতেও পারছি না, বিক্রি করতেও পারছি না। অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। হাতীবান্ধা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ভুক্তভোগী জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করেন। সেই অনুযায়ী রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তদন্তে আসে। ওই সময় তাকে পাওয়া যায়নি। এ জন্য তার আবেদনপত্রে অনুপস্থিত লেখা হয়েছে। হাতীবান্ধা নির্বাচন অফিসে তার কোনো কাজ নেই। জন্ম সাল সংশোধন করতে হলে বিভাগীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির সরকার বলেন, বয়স সংশোধনের জন্য তিনি আবেদন করেছেন। বিভাগীয় নির্বাচন কমিশন অফিসে গেলে এটি সংশোধন হয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর