শিরোনাম
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সোনা চোরাচালানে তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

সোনা চোরাচালানে তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

যশোরের শার্শা সীমান্ত থেকে ৭২ কেজি সোনা জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন এবং চার আসামির ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাজুল ইসলাম গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় সরকার পক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মহিউদ্দিন তরফদার ওরফে শান্তি, জাহিদুল ইসলাম ও মুজিবুর রহমান। যাবজ্জীবন পাওয়া দুজন হলেন- মাসুদ রানা ও শফিকুল মণ্ডল। তারা ভারতের নাগরিক। ২০ বছর করে দণ্ড পাওয়া আসামিরা হলেন- সাফি, ইমরান হোসেন, কবির হোসেন ও রুবেল হোসেন। মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম নারিকেলবাড়িয়ায় কয়েকজন লোক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কয়েকজন দুটি ব্যাগ ফেলে পালিয়ে গেলেও বিজিবি মহিউদ্দিন তরফদার নামে একজনকে আটক করেন। তিনটি ব্যাগে ৬২৪ পিস সোনার বার পাওয়া যায়, যার ওজন ৭২ কেজি ৪৫০ গ্রাম। এ ব্যাপারে বিজিবির শিকারপুর বিওপির হাবিলদার মুকুল হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন।

সর্বশেষ খবর