শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জলবায়ু সুবিচার দাবিতে পদযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি

আসন্ন জলবায়ু সম্মেলন (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’ দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গতকাল এ সমাবেশ হয়। পরে জলবায়ু ন্যায্যতার দাবিতে পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ। তারা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ করেন।

তারা বলেন, উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে অবশ্যই তাদের কার্বন নিঃসরণের হার কমাতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। সমাবেশ থেকে বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।

পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ এতে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর