শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবরোধের প্রভাবে বন্দর

বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি

অবরোধের প্রভাবে বন্দর

দেশে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা টানা অবরোধের প্রভাবে বাংলাবান্ধা স্থলবন্দরে নানা সংকট দেখা দিয়েছে। যানবাহন কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজস্বও কমছে।

দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম চলছে। প্রতিষ্ঠার দুই যুগে বন্দরটি সারা দেশে বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও চিকিৎসাকেন্দ্রিক যাতায়াতে জনপ্রিয় হয়ে ওঠে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। সরকার আয় করে বিপুল পরিমাণ রাজস্ব। কিন্তু বিএনপিসহ সমমনা দলগুলোর টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে এই বন্দরের কার্যক্রম। আমদানি-রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও কমে গেছে। বাংলাবান্ধা স্থলবন্দর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সদস্য বদিউজ্জামান বাবুল বলেন, অবরোধ থাকলে ভারত থেকে ট্রাক আসে না। ভুটান থেকেও অল্প পরিমাণ আসে। তাই আমাদের কাজ কমে গেছে। পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে পরিবহন ভাড়া বেড়েছে। ট্রাক বন্দবস্তকারী ও ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, অবরোধে পরিবহন মালিকরা ট্রাক বের করে না। যারা সাহস নিয়ে বের করে তাদের বেশি ভাড়া দিতে হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, অবরোধের কারণে পরিবহন সংকট দেখা দিয়েছে। এর প্রভাব স্থলবন্দরেও পড়েছে। বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এই স্থলবন্দরে অবরোধের কোনো প্রভাব পড়েনি। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর