শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলেন ৪০ জন নারী

সুনামগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলেন ৪০ জন নারী

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪০ জন অসচ্ছল নারীকে তিন মাস প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে সেলাই মেশিন দিয়েছে শুভসংঘ। উপজেলা সদরে শনির হাওরপাড়ে আওয়ামী লীগ মিলনায়তনে গতকাল সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা। শুভসংঘ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, নিউজ টোয়েন্টিফোর সুনামগঞ্জ প্রতিনিধি বোরহান উদ্দিন, শুভসংঘ উপজেলা সাধারণ সম্পাদক রুপম আখঞ্জী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি গোলাম সরোয়ার লিটন। উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ টিলা আনন্দপুরের বাসিন্দা অঞ্জনা রাকসাম। অভাবের কারণে পড়ালেখায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তিনি। স্বামী নৃপেন্দ্র জেত্রাকে নিয়ে বাড়ির পাশে বয়ে চলা পাহাড়ি নদী যাদুকাটায় শ্রমিকের কাজ করেন। নিজেরা দিনমজুরের কাজ করলেও বড় ছেলেকে স্নাতক শ্রেণিতে আর দুই মেয়ে মাধ্যমিক স্কুলে পড়াচ্ছেন। গতকাল ইউএনওর হাত থেকে সেলাই মেশিন পেয়ে আপ্লুত হয়ে পড়েন অঞ্জনা রাকসাম। বলেন, বসুন্ধরার মাধ্যমে দর্জি প্রশিক্ষণ আর সেলাই মেশিন পেয়ে আমি আনন্দিত। সেলাইয়ের কাজ করে পরিবারিক অভাব দূর করতে পারব। দুই সন্তানের মা রুপালী দিব্রা সংসারের অভাব দূর করার স্বপ্ন দেখেন কিন্তু কিছু করতে পারছিলেন না। সেলাই মেশিন পেয়ে তিনি বলেন, বসুন্ধরার পক্ষ থেকে দর্জি প্রশিক্ষণ আর সেলাই মেশিন আমার স্বপ্ন পূরণের সারথি হবে। সৃষ্টিকর্তা বসুন্ধরা মালিকের ভালো করুন।

 

সর্বশেষ খবর