শিরোনাম
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই পুলিশ সদস্যসহ ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

দুই পুলিশ সদস্যসহ ছয়জনের প্রাণহানি

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় অটোরিকশা উল্টে পুলিশের দুই সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জ, ফরিদপুর ও টাঙ্গাইলে দুর্ঘটনায় মারা গেছেন এক এনজিও কর্মীসহ আরও চারজন। প্রতিনিধিদের পাঠানো খবর-

মুন্সীগঞ্জ : শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী। গতকাল সকালে এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুখুরিয়া এলাকায় অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের আরও তিন সদস্য ও অটোরিকশাচালক। নিহতরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের নায়েক নাজমুল খান (২৮) ও কনস্টেবল নাসিরউদ্দিন হাওলাদার (৩২)। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর : সালথা উপজেলায় ট্রাকচাপায় নজরুল মাতুব্বর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ফরিদপুর-সালথা সড়কের দরগা গট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল গট্রি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

টাঙ্গাইল : ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মুক্তার হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তারের বাড়ি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দয়াকান্দি গ্রামে।

 

সর্বশেষ খবর