শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাকরির নামে প্রতারণা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণ-তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। চক্রের প্রধান শারমিন আক্তারকে গত বুধবার সন্ধ্যায় বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। চাকরি প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলে বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।

জানা যায়, শারমিন এলাকার কয়েকজনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নামে জনবল নিয়োগের কথা বলে বেকার তরুণ-তরুণীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। তিনি নিজেকে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা পরিচয় দিতেন এবং বেশি বেতনে নিয়োগের আশ্বাসে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ৮-১০ হাজার টাকা করে নিতেন। এ কাজে তাকে সহায়তা করেন জনি, সাইফুলসহ কয়েকজন। শারমিন বলেন, এক সময়ে তিনি চাকরি করতেন। চাকরি হারিয়ে যুব রেড ক্রিসেন্টের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৪ জনের কাছ থেকে টাকা নিয়েছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর