শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

যাত্রীবেশে ছিনতাই, চার নারী আটক

পাবনা প্রতিনিধি

পাবনার টেবুনিয়া রেলস্টেশন এলাকা থেকে আন্তজেলা ছিনতাইকারী চক্রের চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা করা হয়েছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান পাবনা সদর থানার ওসি রওশন আলী।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা (৪০), একই এলাকার মহারাজের স্ত্রী হালিমা বেগম (৩৫), রুবেলের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মাসুদের স্ত্রী রোহেলা বেগম (২২)। ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে টবুনিয়া রেলস্টেশন থেকে এক নারী ও তার স্বামী ইজিবাইকে উঠেন। এ সময় ছিনতাইকারী দলের সদস্য ওই চার নারীও ইজিবাইকে ওঠেন। পথে তাদের একজন অসুস্থতার ভান করে ওই নারীর গলা থেকে সোনার চেইনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

সর্বশেষ খবর