শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংকটে খাগড়াছড়ির পর্যটন ব্যবসায়ীরা

খাগড়াছড়ি প্রতিনিধি

বিএনপির সড়ক অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় পর্যটক আসতে পারছেন না এখানে। পর্যটক শূন্য হয়ে পড়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলাসহ বিভিন্ন পর্যটনস্পট ঘুরে দেখা গেছে এ চিত্র। খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবীনি লেক, হাতির মাথাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন সুনসান নিবরতা বিরাজ করছে। কয়েক দিন আগেও পর্যটকে মুখরিত ছিল এসব স্পট। শীতের শুরুতে পর্যটন মৌসুম হলেও দফায় দফায় অবরোধে এ অবস্থা তৈরি হয়েছে। বছরের এ সময়ে পর্যটকে মুখরিত থাকত স্পটগুলো। এবার অবরোধের ফলে চিত্র পাল্টে গেছে। হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা জানান, আমাদের এখানে বছরের এ সময়ে প্রচুর পর্যটক থাকে। কিন্তু এবারে ভিন্ন চিত্র।

সর্বশেষ খবর