শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ককটেল বিস্ফোরণ ভাঙচুর

চার মামলায় আসামি ৯০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পৃথক চারটি মামলায় ৯০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সুপারের বাংলো, শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং মহাসড়কে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এ মামলা করা হয়। সদর থানায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার মামলাগুলো করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সদর থানার পরিদর্শক শাহীনুজ্জামান জানান, গত বুধবার রাতে এসপি বাংলোর গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপপরিদর্শক জামিনুর ইসলাম নামীয় ১৮ জন এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা করেছেন। একই সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ঝাউতলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করেছেন উপপরিদর্শক শামিনুল ইসলাম। শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কে জয় বাংলা এলাকায় ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছেন উপপরিদর্শক সাজ্জাদ হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর