শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামে জমি নিয়ে আবদুল লতিফ ও মতিন গংয়ের সঙ্গে এনছার আলী ও জিল্লুর রহমানের বিরোধ চলছে। ওই জমি ভোগদখলে জিল্লুর রহমান এবং আবদুল লতিফ ও আবদুল মতিনের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। আবদুল লতিফ গং নিষেধাজ্ঞা অমান্য করে লোকজন নিয়ে গত বৃহস্পতিবার ওই জমির ধান কেটে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে জিল্লুর রহমান জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে আবদুল লতিফকে ধান কাটতে নিষেধ করেন। তারা ধান কাটা বন্ধ রেখে চলে যান। পুলিশ যাওয়ার পর আবার ধান কাটা শুরু করলে জিল্লুর রহমান বাধা দেন। তখন দুই পক্ষে সংঘর্ষ বাধে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর