রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হবিগঞ্জে ১০ মাসে পানিতে ডুবে ৩৯ শিশুর মৃত্যু

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ

হবিগঞ্জে ১০ মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর। জেলার ৯টি উপজেলার মধ্যে আটটিতে মৃত্যুর ঘটনা ঘটলেও লাখাইয়ে কেউ মারা যায়নি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাওর অধ্যুষিত বানিয়াচং উপজেলায়। এ উপজেলায় ১০ মাসে পানিতে ডুবে প্রাণহানি ঘটেছে ৯ শিশুর। এ ছাড়া আজমিরীগঞ্জে ৪, নবীগঞ্জে ৩, বাহুবলে ৮, হবিগঞ্জ সদরে ৩, মাধবপুরে ৮, চুনারুঘাটে ৩ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় মারা গেছে একজন। জানা যায়, ১ অক্টোবর বানিয়াচং উপজেলার মক্রমপুরে পুকুরের পানিতে ডুবে মারা যায় নাহিদা আক্তার নামে ছয় বছরের এক শিশু। সে ওই গ্রামের সিজিল মিয়ার মেয়ে। ৩ অক্টোবর মৃত্যু হয়েছে আজমিরীগঞ্জ উপজেলার যশকেশরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে মার্জিয়া আক্তারের (২)। ২১ অক্টোবর মাধবপুরের আরিছপুর গ্রামে পানিতে ডুবে মারা যায় ইব্রাহীম নামে দুই বছরের এক শিশু। ২৫ অক্টোবর আজমিরীগঞ্জের মাধবপাশা গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শিশু ওয়াসিম মিয়ার (১৩ মাস)। একই দিন সদর উপজেলার পইল ঢালি হাটিতে মোস্তাফিজুর রহমান মমিন (২) নামে এক শিশু মারা গেছে। ২৭ অক্টোবর বানিয়াচংয়ে তাসিবা আক্তার জান্নাত নামে ১৮ মাস বয়সী এক শিশুর প্রাণ গেছে পানিতে ডুবে। ২৯ অক্টোবর নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে উসমান মিয়া নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের আজাদ মিয়ার ছেলে। এ ছাড়া ১৬ সেপ্টেম্বর মাধবপুরে ২, ১৮ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার সদরাবাদে ২, ২২ সেপ্টেম্বর মাধবপুরের বরগ গ্রামে ১, ২৭ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলা সদরে ১, ২ আগস্ট বাহুবলে ২, ৯ আগস্ট আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে ১, ১০ আগস্ট বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়ায় ১, ১৫ আগস্ট চুনারুঘাট উপজেলার রাণীগাওয়ে ১, ২০ আগস্ট বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামে এক শিশু মারা যায়। ৫ জুলাই চুনারুঘাটের মহিমাউলা পানিতে ডুবে ১, মাধবপুরে উপজেলার জয়পুর গ্রামে ১, ৭ জুলাই বাহুবলে ১, ১০ জুলাই সদর উপজেলার ধলগ্রামে ১, ১৩ জুলাই বাহুবল উপজেলার ডুবা ওই গ্রামে ১, ১৬ জুলাই বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর গ্রামে ২, ১৭ জুলাই মাধবপুরের ধলগাঁও গ্রামে ২, ২৫ জুলাই বানিয়াচংয়ে ১, ৩ জুন সদর উপজেলার উচাইল গ্রামে ১, ৭ জুন আজমিরীগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামে ১, ৮ মে বানিয়াচংয়ের জাতুকুর্ণ পাড়ায় ১, ২৬ মে চুনারুঘাট উপজেলার চাটপাড়ায় ১, ২৬ মে বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামে ১, বাহুবল উপজেলার রঘুরামপুর গ্রামে ১ এপ্রিল ২, ২২ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে এক শিশু মারা যায়। এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন- শিশু মৃত্যুরোধে পারিবারিকভাবে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অসচেতনতার জন্যই বেশির ভাগ শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে।

বিশেষ করে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শিশুদের নজরে রাখতে হবে। কারণ এ সময়ে পরিবারের সদস্যরা কাজকর্মে চলে যান। তখন শিশুরা খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

সর্বশেষ খবর