রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নবান্ন উৎসবে মাছের মেলা

প্রতিদিন ডেস্ক

নবান্ন উৎসবে মাছের মেলা

বগুড়ায় মেলায় দেশি মাছের সমারোহ -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শিবগঞ্জের ২০ গ্রামের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। নবান্ন ঘিরে উপজেলার উথলী বাজারে গতকাল বসে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির বড় বড় দেশি মাছ। এক দিনে এখানে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয় বলে জানান মেলা আয়োজক কমিটি। নবান্ন উৎসব ও মাছের মেলা উপলক্ষে উথলী, রথবাড়ী, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদেনীপাড়া, বাকশন, গণেশপুর, রহবলসহ প্রায় ২০ গ্রামে চলে নানা আয়োজন। প্রতিটি বাড়িতে মেয়েজামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। ধুম পড়ে নতুন ধান কাটা আর পিঠা খাওয়ার। উথলি মাছ মেলা কমিটির ইজারাদার আজিজুল হক জানান, প্রতিবার অগ্রহায়ণ মাসে নবান্ন উপলক্ষে এক দিনের মাছের মেলা হয়ে আসছে। এলাকার মেয়েজামাই ও আত্মীয়-স্বজনদের দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেলার মাছ।

এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারেও গতকাল দিনব্যাপী বসেছে মাছের মেলা। এক থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ দেখা গেছে মেলায়। লোকজন উৎসাহ নিয়ে মাছ দেখেছেন, কিনেছেন কেউ কেউ। এ দিনটির জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন কালাই উপজেলাবাসী। মেলায় অংশ নেন ২৫-৩০ গ্রামের মানুষ। কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা বলেন, নবান্ন উৎসব ও মাছের মেলা উপলক্ষে আত্মীয়-স্বজনের মধ্যে পারস্পরিক মিলন মেলার সুযোগ হয়, এটা ভালো দিক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর