রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিলুপ্ত প্রজাতির তিনটি কুমির করমজলে

বাগেরহাট প্রতিনিধি

বিলুপ্ত প্রজাতির তিনটি কুমির করমজলে

লবণ পানি প্রজাতির কুমিরের পর এবার বিলুপ্ত তালিকায় থাকা মিঠাপানি প্রজাতির কুমির প্রজননের মাধ্যমে বংশ বিস্তারে সরকারিভাবে এগিয়ে এসেছে বনবিভাগ। এ জন্য ফরিদপুর, পাবনা ও নড়াইরের নদী থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির তিনটি মিঠাপানির কুমির বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়েছে। এ তিনটি কুমিরের মধ্যে একটি পুরুষ ও দুটি স্ত্রী প্রজাতির। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমির বিশেষজ্ঞ হাওলাদার এম আজাদ কবির জানান, সরকারিভাবে দেশের প্রথম বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি ২০০০ সালে করমজল গড়ে ওঠে। এরপর থেকে এখানে প্রজননের মাধ্যমে লবণ পানি প্রজাতির কুমির, হরিণ এবং বিলুপ্ত প্রজাতির বটারগুর বাচকা কচ্ছপের বাচ্চা জন্ম দিয়ে লালন-পালন করে নদী ও বনে অবমুক্ত করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজাভেশন অব নেচারের (আইইউসিএন) ২০০০ সালে বাংলাদেশে মিঠাপানি প্রজাতির কুমির নেই বলে বিলুপ্ত প্রজাতির তালিকায় অন্তরভুক্ত করে। এরপর চলতি বছরের ১৭ অক্টোবর ফরিদপুর সদরের আলিয়াবাদে পদ্মার শাখা নদী ভূবেনশ্বরে প্রথমে একটি মিঠাপানির পুরুষ প্রজাতির কুমির ধরা পড়ে।

সর্বশেষ খবর