রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

৫৮ বছর পর চালু হচ্ছে বসন্তপুর নৌবন্দর

ব্যবসাবাণিজ্যে নতুন দ্বার উন্মোচন হবে

সাতক্ষীরা প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলার বসন্তপুরে সীমান্তনদী ইছামতী, কালিন্দী ও কাকশিয়ালীর মোহনায় ৫৮ বছর পর পুনরায় চালু হচ্ছে নৌবন্দর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে ২২টি উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন। এ তালকায় রয়েছে বহুলপ্রতীক্ষিত বসন্তপুর নৌবন্দরের কার্যক্রম চালুর বিষয়টিও। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের খুলনা অঞ্চল নৌবন্দর উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, বন্দরের জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা সীমান্তের ইছামতী, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় বসন্তপুর গ্রাম। ৫৮ বছর আগে এ গ্রামে ছিল নৌবন্দর। এ নৌবন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্য হতো। তখন বসন্তপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করা যেত। সাতক্ষীরায় উৎপাদিত মাছ, কাঠ, কাঠের তৈরি সামগ্রীসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হতো। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এ বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের সময় বন্দরটির কার্যক্রম পুনরায় চালু করতে বিশেষ উদ্যোগ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। একই সঙ্গে তাকে আহ্বায়ক করে বসন্তপুর নদীবন্দরবিষয়ক একটি উপকমিটিও গঠন করা হয়। এ বন্দর চালু হলে ব্যবসাবাণিজ্যে নতুন দ্বার উন্মোচন হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, বন্দরটি চালু হলে সাতক্ষীরার অর্থনৈতিক অঞ্চলে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

 

সর্বশেষ খবর